মহাসচিব হিসেবে গুতেরেসকে নিয়োগ সাধারণ পরিষদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যান্টোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

 

নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে মহাসচিব নিযুক্ত হয় । সাধারণ পরিষদ এ নিয়োগকে চূড়ান্ত অনুমোদন দেয়।

 

আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৭ সালের ১ জানুয়ারি নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন গুতেরেস।

 

১৯৯৫  থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গুতেরেস। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন তিনি।

সূত্র: রাইজিংবিডি