মহানগর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৬ বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামীকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের মহানগরীর নেতাকর্মীরা প্রাণচাঞ্চল্য হয়ে ‍উঠেছে। পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন আর ব্যানারে নগরীর সড়ক ও মোড়গুলো রঙিন হয়ে উঠেছে। পুরো নগরজুড়েই যেন সাজ সাজ রব।

রাজশাহী কলেজের শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে কেন্দ্র করে নগরীতে প্রচার মিছিল করেছে নগর ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, মহানগরীর সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের নেতৃত্বে প্রচার মিছিলে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সম্মেলন উপলক্ষে নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ‘আমরা সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনের স্থলের মঞ্চও প্রস্তুত। ছাত্রলীগের এই সম্মেলনকে কেন্দ্র করে পুরো নগরীতে সাজ সাজ রব উঠেছে। আমরা আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভালোভাবে এই সম্মেলন সফল হবে, স্বার্থক হবে। যোগ্য নেতৃত্বের হাতেই নগর ছাত্রলীগ দায়িত্ব অর্পিত হবে এমনটাই আমাদের সবার প্রত্যাশা।’

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, ‘এই সম্মেলনে আমার ব্যক্তিগত কোনো প্রার্থী নেই। কারণ যারা নেতৃত্বে আসবে তারাই আমার প্রার্থী। কারণ, আমাদের সবার প্রত্যাশা একটাই যোগ্য, ক্লিন ইমেজধারী নেতৃত্বে আসবে। যারা দলকে তাদের বলিষ্ঠ নেতৃত্বের মধ্যদিয়ে এগিয়ে নিয়ে যাবে, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের পতাকা রাজশাহী মহানগরীতে পতপত করে উড়াতে পারবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করতে আমার প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’

এএইচ/এস