মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫০ লাখ টাকা করে দিতে রুল

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধ প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই রুল দেন।

একই সঙ্গে অন্তর্বর্তী আদেশে হতাহতদের পরিবারকে আগামী সাত দিনের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস কর্তৃপক্ষকে বলা হয়েছে।

রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ব্যারিস্টার মারইয়াম খন্দকার।

রিট আবেদনে ক্ষতিপূরণের আরজির পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা জারির আরজি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সেবা সংস্থা যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, টেলিফোনের লাইন নিয়মিত দেখভালের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

প্রসঙ্গত,গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়।