মরিনেহার ‘জয়ের মানসিকতার’ প্রশংসা করলেন রুনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ওয়েন রুনির বিশ্বাস দলের নতুন কোচ হোসে মরিনহো ওল্ড ট্রাফোর্ডে ‘জয়ের মানসিকতা’ পুন:প্রতিষ্ঠিত করেছেন। লুইস ফন গালকে বরখাস্ত করার পর ম্যানইউর কোচের দায়িত্ব নেন মরিনহো।

২০১৩ সালে স্যার এ্যালেক্স ফার্গুসনের অবসরের পর লীগের কোন শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রুনির বিশ্বাস চার দেশে আটটি লীগ এবং বিভিন্ন ক্লাবের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লীগসহ বড় ধরনের ১৭টি ট্রফি জয়ী পর্তুগীজ কোচ মরিনহো ইউনাইটেডকে প্রিমিয়ার লীগ জয়ের ধারায় ফেরাতে পারবে।

ম্যানচেস্টার রেডিও কি-১০৩কে শুক্রবার রুনি বলেন,‘সতুন একজন কোচ পাওয়া সব সময়ই বড় ব্যপার। তবে আপনি যখন মরিনহোর মতো কাউকে পাবেন তখন সেটা আরো বড় কিছু। তিনি ক্লাবকে জয়ের মানসিকতায় ফেরাবেন।’

ইংল্যান্ড জাতীয় দলের এ অধিনায়ক আরো বলেন, ‘একটা ফুটবল ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিততে হবে এবং তার (মরিনহো) জন্য আমাদের ভাল খেলতে হবে।খেলোয়াড়দের উপড় চাপ আছে। তবে আমরা প্রস্তুত এবং চলতি মৌসুমে সব বিভাগেই আমরা সত্যিকারের চ্যালেঞ্জ ছুড়ে দেব বলে আমি মনে করছি।’

৩০ বছর বয়সী এ স্ট্রাইকার আরো বলেন,‘‘তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ভাল। অনুশীলন পর্ব কঠিন তবে উপভোগ্য। আমরা প্রস্তুত, আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা জানি আমাদের জন্য এটা অনেক বড় মৌসুম।’

মরিনহো ইতোমধ্যেই ডিফেন্ডার এরিক বেলি, মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান এবং স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচসহ বেশ কয়েকজনকে দলে ভিড়িয়েছেন। ফরাসি মিডফিল্ডার জুভেন্টাসের পল পতবাকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে ম্যানইউ।

সূত্র: কালের কণ্ঠ