মন্ত্রী শাহরিয়ারের হস্তক্ষেপে ফের চালু হচ্ছে রাজশাহী রুটের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক :
আগামী তিন দিনের মধ্যে রাজশাহী রুটে বিমান (ফ্লাইট) চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি মোহাম্মদ শাহরিয়ার আলম। এ নিয়ে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। 

করোনা পরিস্থিতির করণে দীর্ঘ ৪ মাস বন্ধ আছে বিমানবন্দরটি। গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুট সহ আভ্যন্তরীণ ৭টি রুটের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মে মাস থেকে দেশের অন্যান্য রুটে বিমান চলাচল শুরু হেলেও রাজশাহী রুটে বিমান চলাচল বন্ধ ছিলো।


আরও পড়ুন : রাজশাহী রুটের বিমান চলাচল বন্ধের কারণ জানে না কর্তৃপক্ষ!


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে তার কথা হয়েছে। গ্রহণযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে আগামী তিন দিনের মধ্যে বিমান চলাচল শুরু হবে ঢাকা-রাজশাহীর মধ্যে।

স/রা