মনিরুজ্জামান শেখ রাহুল এর কবিতা ‘কলমধারী’

কলমধারী
মনিরুজ্জামান শেখ রাহুল

তুমি বলো, কলমের কালি
বর্ণহীন কালো,
আমার দৃষ্টি বলে, সেই কালি
বড়ই ধারালো।

কলমের সমীপে হার মানে
বন্ধুক-তরবারি,
এই কলমকে আমি কিভাবে
ছাড়তে পারি?

কলমের দ্বারা লেখক করে
অন্যায়ের প্রতিবাদ,
সাহিত্যের রাজ্যে কলমই তো
পূর্ণিমার চাঁদ।

কলম আমার দিব্যশক্তি,
সকল শিল্পকর্মের মূল,
কলমই ফুটিয়ে তুলে
আমার সাহিত্যের ফুল।

কলম দিয়ে ছবি আঁকি
প্রকৃতির মুগ্ধতার,
কলম দিয়ে ভস্মিত হবে
সকল বদ্ধতার।

কারও হাতে ক্যামেরা আছে,
সে ক্যামেরাধারী,
কারও হাতে অস্ত্র আছে,
সে অস্ত্রধারী।
আমার হাতে কলম আছে,
আমি কলমধারী।

লেখকঃ মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।