বগুড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে তৃতীয় শ্রেণির ছাত্র নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে মনির চন্দ্র সরকার (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সময় তার আত্মীয় ইটভাটার শ্রমিক পলাশ চন্দ্রও (২১) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার বগুড়া-নামুজা সড়কের নাথপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও এর চালক শিপন ও হেলপার পালিয়ে গেছে। সদর থানার এসআই রেজাউল এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মনির চন্দ্র সরকার বগুড়া সদরের নামুজা নাথপাড়ার ট্রাক চালক নিত্য চন্দ্র সরকারের ছেলে। সে স্থানীয় চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শী শিবগঞ্জ উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’র সদস্য খোরশেদ আলম কাজল জানান, এটা দুর্ঘটনা নয়; ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। ট্রাক চালকের ফাঁসি হওয়া উচিত।

ট্রাকের মালিক শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের সিরাজুল ইসলাম জানান, চালক ছুটিতে যাওয়ায় সদর উপজেলার গোকুল খোলাঘর এলাকার শিপন গত ৩ দিন ধরে তার ট্রাক চালাচ্ছিলেন।