মনিরুজ্জামান শেখ রাহুল এর কবিতা “ক্ষমা চাই”

ক্ষমা চাই
মনিরুজ্জামান শেখ রাহুল

আমি ক্ষমা চাই
আমার স্রষ্টার কাছে,
যিনি করেছেন আমাকে সৃষ্টি,
দিয়েছেন এই দু-চোখে দৃষ্টি।
জ্ঞানের সীমাকে করেছেন বর্ধিত,
অনেক দায়িত্বও করেছেন অর্পিত।

কিন্তু এই অবুঝ আমি
পালন করি কতটুকু দায়িত্ব?
যা থেকে বিচ্যুত হয়ে করি
অন্যায়ের কাছে মাথা নত।

আবার পক্ষান্তরে,
যখন আমি পড়ে যায়
বিপদের বাঁকে,
ঠিক তখনই আমি
মনে করি তাঁকে।

এটা বোঝা আসলেই বড় দায়,
এজন্য তাঁর সমীপে ক্ষমা চাই।

আমি ক্ষমা চাই
আমার পিতা-মাতার কাছে,
আমাকে জন্ম দিয়েছেন যাঁরা,
তাদেরই প্রতি অবাধ্য হয়ে
আমি হই দিশেহারা।

আমি দোয়া চাই,
চুমে জনক-জননীর চরণ,
আমার উপর যেন থাকে
তাঁদের ভালোবাসার গড়ন।

আমি শেষবার ক্ষমা চাই
এই অপার প্রকৃতির নিকট,
একেই যে আমি করি ভোগ,
আবার একেই করি বয়কট।

আনন্দের পুঞ্জিভূত নিহিত
থাকে প্রকৃতির দলে,
দেখিনি তা, বুঝিনি কখনও
প্রকৃতিও কথা বলে।

লেখকঃ মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।