মধ্যরাতে কারাগারে ফাঁসির রশিতে ঝোলানো হলো মাকুকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেট কেন্দ্রীয় কারাগারে মাকু রবিদাস (৪৭) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া। তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকর করতে কাশিমপুর কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় জল্লাদ রাজুকে। ফাঁসি কার্যকরের সময় সিলেট জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ফাঁসি কার্যকর হওয়া মাকু রবিদাসের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে। তিনি সমাধনী রবিদাসের ছেলে। প্রায় ১৬ বছর আগের এক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মাকু। ২০০১ সালের ৩১ অক্টোবর রাতে প্রতিবেশী নাইনকা রবিদাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু। ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নাইনকা রবিদাস হত্যা মামলায় (দায়রা ৫৭/২০০২) মাকু রবিদাসকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

 

পরবর্তীতে মাকু জেল আপিল (জেল পিটিশন নং-০৩/২০০৭) করলেও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নামঞ্জুর হয়। গত ১২ মে কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের আদেশ দিলেও পবিত্র রমজান মাস থাকায় তা কার্যকর করা যায়নি।

সূত্র: কালের কন্ঠ