শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মণিপুরি থিয়েটারের নাট্যোৎসবে উদ্বোধক কলাবতী দেবী

Paris
ডিসেম্বর ২৩, ২০১৬ ৮:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

ভারতের পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত প্রখ্যাত মণিপুরি নৃত্যগুরু কলাবতী দেবী ঢাকায় এসেছেন। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের পাঁচটি প্রযোজনা নিয়ে মণিপুরি থিয়েটার আয়োজিত পাঁচ দিনের নাট্যোৎসব উদ্বোধন করবেন তিনি।

 

এ আয়োজনের মূল প্রতিপাদ্য ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এখানে থাকবে সাধনা ও মণিপুরি থিয়েটার পরিচালিত নৃত্যপ্রশিক্ষণ প্রকল্প ধ্রুমেলের পরিবেশনা। দেখানো হবে দলটির ২০ বছরের প্রযোজনা নিয়ে একটি তথ্যচিত্র। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে লোরকার ‘ইয়ের্মা’ অবলম্বনে নাটক ‘লেইমা’।

একই ভেন্যুতে উৎসব চলবে ২৮ ডিসেম্বর পরয্ন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকছে না্ট্যপ্রদর্শনী। আগামী ২৫ ডিসেম্বর ‘ইঙাল আঁধার পালা’, ২৬ ডিসেম্বর ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ২৭ ডিসেম্বর ‘দেবতার গ্রাস’ এবং সমাপনী সন্ধ্যায় মণিপুরি থিয়েটার পরিবেশন করবে ‘কহে বীরাঙ্গনা’।

এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টায় উৎসব প্রাঙ্গণে থাকবে মণিপুরি মৃদঙ্গ বাদন, গান, নৃত্য’সহ বিভিন্ন পরিবেশনা। ২৫ ডিসেম্বর বিকেল ৩টায় থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে ‘আমাদের নাট্য ভাষা : সংকট ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনা। উৎসবের শেষ দিন নাটক শেষে থাকবে উন্মুক্ত আনন্দ আয়োজন।

আয়োজকরা জানান, উৎসবে ১০০০ ও ২০০০ টাকার দুই বিভাগে একটি সৌজন্য টিকেট-প্যাকেজ ছাড়া হয়েছে। এ ছাড়া নিয়মিত মূল্যে প্রতিটি প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে ১০০, ২০০, ৩০০ ও ৫০০ টাকায়।

সূত্র: বাংলা নিউজ

 

সর্বশেষ - বিনোদন