মচমইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর-মচমইল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুল করিম মামুন, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, অধ্যাপক মালেক মেহমুদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মল্লিক, আহসান হাবিব, মচমইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, ম্যানেজিং কমিটির সদস্য আফজাল হোসেন, বয়েন উদ্দীন, আব্দুল মজিদ শেখ, আহাদ আলী সরদার, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহিদুল ইসলাম নির্ঝন, সিরাজুম মনিরা, মেহেদী হাসান প্রমুখ।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেয়া হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় ১৬২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ নেবেন।

স/অ