ভ্যাকসিন নিলেও শীতে জনসমক্ষে মাস্ক পরার আহ্বান ফাউচির

এবারের শীতে ভ্যাকসিন নেওয়া মার্কিনিদের জনসমক্ষে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। রোববার গ্রেটা ফন সাসটেরেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ফাউচি।

খবরে বলা হয়, দেশটিতে কোভিড-১৯ সংক্রমণের হার ক্রমাগত কমে আসছে। সামনের মাসগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ফাউচি। তাকে প্রশ্ন করা হয়, এবারের শীতে কি আবারো করোনার নতুন ঢেউ দেখা যাবে কিনা। উত্তরে ফাউচি বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন কোভিডের মৃত্যু ও গুরুতর আক্রান্তের হার কমতে থাকবে। তবে এই হ্রাসের হার কেমন হবে তা বিভিন্ন পরিস্থিতির উপরে নির্ভর করছে। এরমধ্যে আছে ঠান্ডার পরিমাণ কেমন হবে কিংবা জনসমক্ষে নাগরিকরা কেমন আচরণ করবে।

গত তিন সপ্তাহ ধরে কোভিডে মৃত্যুর সংখ্যা কমে আসছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজার জনের কোভিড ধরা পড়েছে। সাপ্তাহিক গড় দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজারে। অথচ গত মাসে সাপ্তাহিক হিসেবে প্রতিদিন আক্রান্তের গড় সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার। অর্থাৎ আক্রান্তের হার এক মাসে ৩২ শতাংশ হ্রাস পেয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিইদন