ভোটের আগেই নিজেকে প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটের আগেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করলেন।

 

তিনি বলেছেন, ‘নির্বাচন বাদ দাও, আমাকে প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা কর।’

 

ওহাইও রাজ্যের টলেডোতে বৃহস্পতিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে আমি ভাবছি, আমাদের নির্বাচন বাতিল করা উচিত এবং ট্রাম্পকে এ পদ দেওয়া হোক।’

 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরোধিতা কঠোর বিরোধিতা করে ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে আবারও দাবি করেন। এর আগে অনেক বার হিলারির সামর্থ নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প।

 

হিলারির বাণিজ্যনীতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার বাণিজ্যনীতি খুবই খারাপ। তার সঙ্গে আমাদের ব্যাপক পার্থক্য রয়েছে।’

 

নিজেকে প্রেসিডেন্ট পদে বিজয়ী দাবি করা ট্রাম্প গত কয়েক সপ্তাহ থেকে ভোটার সমর্থনে হিলারির চেয়ে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে আছেন। জাতীয় পর্যায়ের জরিপগুলোতে উঠে এসেছে, নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগেও হিলারি চেয়ে ৬-১০ শতাংশ কম সমর্থন রয়েছে ট্রাম্পের দিকে।

 

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করছেন, প্রেসিডেন্ট পদ তার কাছ থেকে চুরি করে নেওয়া হবে। কারণ নির্বাচনী ব্যবস্থা কারচুপিপূর্ণ। এই অভিযোগ তুলে নির্বাচনের ফল বর্জন করার ইঙ্গিত দেন ট্রাম্প। হিলারি পাল্টা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মহান গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছেন ট্রাম্প।

সূত্র: রাইজিংবিডি