ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মাদকসহ গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কামনাশীষ সরকারকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আমলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস থেকে তাকে আটক করে ভৈরব থানায় সোপর্দ করেন কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক আনোয়ার হোসেন খান।

জানা গেছে দীর্ঘ ৮ মাসের মধ্যে ভৈরবে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১ মার্চ কামনাশীষ সরকার ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় ভৈরবে যোগদান করেন। তার সাথে আরো চারজন সহযোগী হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি চট্রগ্রামে মেট্রোপলিটনে ছিলেন।

ভৈরব থানা ভারপ্রাপ্ত অফিসার মুখলেছুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা কামনাশীষ সরকারকে আটক করে থানায় সোপার্দ করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।