ভূকম্পনে মৃত্যুপুরী মেক্সিকোকে সাহায্য করবেন ট্রাম্প?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে নড়ে গিয়েছে দেশটি৷ ভেঙে পড়েছে বহ ঘর-বাড়ি৷ ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পার হয়েছে৷ ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে মৃতদেহ৷ বিবিসি জানাচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে ৫৮৷ আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷ দেশের প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো জানিয়েছেন, গত ৮৫ বছরে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প৷

প্রতিবেশী মেক্সিকো যখন প্রবল কম্পনের ধাক্কায় বেসামাল তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কি বিভেদ ভুলে সাহায্যে এগিয়ে আসবে? আন্তর্জাতিক মহলে ঘুরছে এই প্রশ্ন৷ মার্কিন কুর্সিতে বসার পর সীমান্ত নিয়ে মেক্সিকোর সঙ্গে সংঘাতে গিয়েছেন ট্রাম্প৷ তবে মেক্সিকোর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অপর প্রতিবেশী গুয়াতেমালা৷ মধ্য আমেরিকার এই দেশটির সরকার জরুরি পরিষেবা দেওয়ার পদক্ষেপ নিতে চলেছে৷

প্রাকৃতিক বিপর্যয়ের পর এখন জীবন বাঁচানোর তুমুল লড়াই মেক্সিকো জুড়ে৷ দেশের দক্ষিণ উপকূল বরাবর ধংস হয়ে যাওয়া বিভিন্ন শহরে উদ্ধারকারী দল ধংস স্তূপ সরিয়ে আটকে পড়াদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন৷ সরকারী সূত্রে জানানো হয়েছে, তবে এখনও বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন৷ বেশিরভাগটাই হয়েছে অক্সাকায়৷

বৃহস্পতিবার ভূমিকম্পের ধাক্কা লেগেছে দেশের রাজধানী মেক্সিকো সিটিতে৷ ছড়িয়ে পড়ে৷ ভূমিকম্পের ফলে বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় অনেক ক্ষয়ক্ষতিও হয়৷ ভূমিকম্পের কারণে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷