ভুঁড়ি কমাতে পুদিনা পাতা যেভাবে খাবেন

পুদিনা পাতা কিন্তু বেশ উপকারী। বিশেষ করে গরমের সময়ে আপনাকে সতেজ রাখতে এর জুড়ি খুব কমই আছে। এর সুগন্ধটাই আপনাকে চনমনে করে দিতে যথেষ্ট। শরবত, চাটনি, বোরহানি কিংবা জিরাপানির সঙ্গে পুদিনা তো খাওয়া হয়ই, আপনি চাইলে আরও কিছু খাবারের সঙ্গে যোগ করতে পারেন। আসলে আপনার বাড়তি ভুঁড়ি কমাতে কাজ করবে এই পাতা। চলুন তবে জেনে নেওয়া যাক-