ভিয়েতনামে ২৫০০ বছরের পুরনো ব্রোঞ্জ ড্রাম উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিয়েতনামের কেন্দ্রীয় তানহ হোয়া প্রদেশে দুই থেকে আড়াই হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের ড্রাম উদ্ধার করা হয়েছে। প্রদেশের একটি ঐতিহাসিক স্থানের পাশ থেকে ড্রামটি উদ্ধার করা হয়।

 

ঘর নির্মাণের সময় ভিন লক জেলার এক বাসিন্দা ড্রামটির সন্ধান পান। ২০১১ সালে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘সিটাডেল ‍অব হো ডাইনেস্টি’ থেকে জেলার দূরত্ব এক কিলোমিটারের খানিক বেশি।

 

মূল্যবান ও অত্যাধুনিক সাজসজ্জার ব্রোঞ্জের ড্রামটি ‘হিগার আই’ টাইপের। তবে অরক্ষিত অবস্থায় থাকার কারণে এর কিছু অংশ ভেঙে গেছে। ড্রামটি প্রস্থে ৫৯ সেন্টিমিটার এবং উচ্চতায় ৪৩ সেন্টিমিটার।

 

খ্রিস্ট জন্মের ৬শ’ বছর পূর্বে অথবা তৃতীয় শতকের আগে ভিয়েতনামের রেড রিভায় উপত্যকায় ডং সং সংস্কৃতিতে মানুষজন এ ধরনের ড্রাম তৈরি করতো। ধাতুর শৈল্পিক কারুকাজের এটি একটি অনন্য উদাহরণ।

সূত্র: বিবিসি বাংলা