ভিয়েতনামের স্মার্ট সিটি সামিটে থাকছে বিসিএস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুইদিন ব্যাপী ‘অ্যাসোসিও স্মার্ট সিটি সামিট’ শুরু হবে মঙ্গলবার।

হ্যানয় পিপল কমিটি এবং ভিয়েতনাম সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস অ্যাসোসিয়েশন (ভিনাসা) যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।

এই সামিটে ময়মনসিংহের মেয়র মো. ইকরামুল হক টিটু, ঢাকা মেয়রের পক্ষে কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এতে আরও যোগ দেবেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার ও সহ-সভাপতি ইউসুফ আলী শামীম।

অনু্ষ্ঠানে স্মার্ট সিটি ধারণার বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যত অগ্রগতির দিকনির্দেশনা, ডিজিটাল গভর্নমেন্ট, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট হেলথকেয়ারের প্রসার নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও, সম্মেলনে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিশ্বমানের সেমিনার, ওয়ার্কশপ, গবেষণাপত্র ও পলিসি পেপার উপস্থাপন, বিটুবি, ওয়ানটুওয়ান ও মাল্টিলেটারেল বিজনেস নেটওয়ার্কিং ও প্রযুক্তি’র কলাকৌশল নিয়ে প্রদর্শনী থাকবে।

সামিটে বিশ্বের ২৪ টি দেশের সাতশ’ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সামিটে বাংলাদেশ কম্পিউটার সমিতির দুটি স্টল থাকবে।