ভিডিও গেইমে আসক্ত ছিল মিউনিখ হামলাকারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:
জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিংমলে ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত জার্মান এক তরুণ গত শুক্রবার হত্যাযজ্ঞ চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়। প্রাথমিকভাবে হামলাকারী মানসিক সমস্যাযুক্ত বলে ধরা হলেও সে ছিল ভিডিও গেইমে আসক্ত।

 

হামলাকারী বিভিন্ন ধরণের ভয়ানক ভিডিও গেইম খেলতো বলে জানিয়েছে দেশটির স্টেট ক্রাইম অফিস। এসব গেইমের মধ্যে অন্যতম একটি গেইম ‘কাউন্টার স্ট্রাইক : সোর্স’।

 

আশেপাশের সবাই তাকে র‍্যামপেইজ কিলার হিসেবে জানতো। তার বাসায়ও এ ধরণের গেইম পাওয়া গেছে।

 

একটি অনলাইন ক্লাবে নিয়মিত ভিডিও গেইম খেলতে যেতো হামলাকারী ডেভিড সোনবোলি।

 

আলী হিসেবেই বেশি পরিচিত ছিল সে। প্রায় এক বছর ধরে হামলার পরিকল্পনা করে আসছে ডেভিড, এমনই তথ্য জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।