ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমর একুশে ফেব্রুয়ারি পালন প্রথম আলো বন্ধুসভা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা প্রভাতফেরীর আয়োজন করে।

প্রভাতফেরীটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

উক্ত পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ওসমান গনি তালুকদার। আরো উপস্থিত ছিলেন, বন্ধুসভার উপদেষ্টামণ্ডলীর সদস্য ফার্মেসি বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা,কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নকীব আমান তূর্য, আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক আব্দুর রহমান গাদ্দাফি। এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এস এম মাহবুব হাসান, সাধারণ সম্পাদক রাব্বি উল জিলানী, সহ-সভাপতি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা রায়, আহমেদ আমান, মরিয়ম আক্তার, জয়নুল আবেদিন, মোস্তারিন সুলতানা, মাহফুজা বৃষ্টি, আব্দুল্লাহ আল নোমান, জাহিদ হাসান, ওমর সুলতান, মিনহাজুর হোসেন, মারুফ খান, ইমু, হারুন সহ সাধারণ সদস্যবৃন্দ ।

র‌্যালি শেষে কার্যনির্বাহি সদস্যদের ভাষা শহীদের জীবনি নিয়ে একটি পাঠচক্রের আয়োজন করা হয়।

স/অ