আলো ঝলমলে রাজশাহী নগরীর রাস্তায় ক্রিকেটে মেতে উঠছে দুরন্তরা

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি রাজশাহী নগরীর ১৬ টি স্থানে বসেছে সু-উচ্চ লাইট। এরই অংশ হিসেবে নগরীর তেরখাদিয়া শোরুমের সামনে অবশেষে একটি সুউচ্চ লাইট আর সেই লাইটের আলো ঝলমলে পরিবেশে জন বিশেক শিশু-কিশোররা প্রতিদিন মেতে ওঠে রাতের আধার ডিঙ্গি ক্রিকেট খেলায়।যেন ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট খেলায় মেতে ওঠে এই শিশু-কিশোরেরা।

 

গত প্রায় ১৫ দিন ধরে রাত ৮টার দিক থেবে শহীদ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে এভাবে ক্রিকেট মেতে উঠে এই শিশু-কিশোরেরা। তাদের মধ্যে এক কিশোর স্বামী বলে, দিনের বেলা নানা কাজে থাকি তাই খেলার সুযোগ পায় না। সন্ধ্যায় বাসায় ফিরে রাতে এখানে লাইটের আলোয় খেলতে খুব মজা লাগে তাই প্রতিদিন এখানে ইন ক্রিকেট খেলে সময় কাটাই রাত ন’টা সাড়ে নয়টা পর্যন্ত।

প্রসঙ্গত, সম্প্রতি রাজশাহী নগরীর ১৬ টি স্থানে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সুউচ্চ লাইট বসানো হয়। এই লাইট গুলোর আলোয় যেনো দিনের আলোতে পরিণত হয়।