ভালাহাটে মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের উদ্বোধন

Exif_JPEG_420

ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের মাঝে আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প (বীর নিবাস প্রকল্প) এর বাড়ীর চাবি প্রদাণের উদ্বোধন অনুষ্ঠি হয়।

এলেক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ্ দবির মেম্বার, অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা আফসার হোসেন ও ইউনিয়ন কমান্ডার তৈমুর হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুল খালেকম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়অরম্যান ইয়াসিন আলী শাহ্, সদর ইউপি চেয়ারম্যান পিয়ারজাহান, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজাসহ সুধীজনেরা।

মুজিব বর্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশব্যাপি ’৭১র রণাঙ্গনের বীরসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে ‘বীর নিবাস’ নামীয় বাড়ীর চাবি প্রদাণের শুভ উদ্বোধনীর ইলেক্ট্রোনিক্স প্রজেক্টরের ভিডিওর মাধ্যমে চাবি হস্তান্তর করা হয়। ভোলাহাট উপজেলায় মোট ৩২টি বীর নিবাস নামীয় বাড়ীর মধ্যে ১৩টি বাড়ীর চাবি ১৩জন বীরমুক্তিযোদ্ধাদের মাঝে প্রদাণ করা হয়। বাকী বাড়ীর কাজ খুব দ্রুত আরাম্ভ হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানান।