ভালবাসার দৃষ্টিভঙ্গি

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে বসা ছিল এক প্রেমিক জুটি। ভিজতে ভিজতে চলছিল তাদের খুনসুটি, রোমান্টিকতা।হঠাৎ করেই হয়তো বেড়ে গিয়েছিল তাদের আবেগের পারদ। আর তাতেই দুজন দুজনকে চুমু দিয়ে ফেললেন। সেই দৃশ্য ফাঁকি দিতে পারেনি ফটোগ্রাফারকে। সেই চুমুর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে একে ইতিবাচকভাবে প্রচার করেছেন। আবার কেউ কেউ এটাকে নেতিবাচকভোবে নিয়েছেন।

ভালবাসা শুধু প্রেমিক যুগলের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। ভালবাসার প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করে। কখনওবা আবেগের সীমা পার হয়ে বহি:প্রকাশ ঘটে যায়। মানবপ্রেমী ভালবাসার মর্মস্পর্শী সব ছবি ভাইরালও হয় না। তবে যা হয় তার বর্ণনা দেয়া যায়না।

রাজশাহী রেলওয়ে স্টেশনের এমনই এক ভালবাসার বহি:প্রকাশ ঘটেছে। শুক্রবার রেলওয়ের প্লাটফর্মে বসে থাকা এক বৃদ্ধার মুখে খাবার তুলে দিতে দেখা যায় এক তরুনীকে। ক্ষুধার্থ বৃদ্ধার মুখে খাবার তুলে দিতে দেখে অবাক হন অনেকে। কেউ আবার ভা্লবাসার এমন মুহুর্তটিকে ক্যামেরাবন্দিও করেন।

জানা যায়, প্রায় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে প্রায় সময়েই রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পায়চারি করতে দেখা যায়। মাঝে মাঝে রাতেও রেলওয়ের প্লাটফর্মে শুয়ে থাকতে দেখা যায় তাকে। বৃদ্ধার প্রতি ভালবাসার সঞ্চার হয়েই হয়ত পাশে এসে দাড়িয়েছিলেন এই তরুণী।

ছবিটি Hasibul Hasan Tuhin এর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া।
স/শ