ভারি বর্ষণে বাগমারায় ধানসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় থেমে থেমে দীর্ঘক্ষণের ভারি বর্ষণে আউশ ধান, ঘরবাড়ি, রাস্তাঘাট, দেয়াল ধস ও গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত এ বৃষ্টিতে উপজেলার ১৬টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে আউশ ধান রোপণের কাজ চলছে। ইতোমধ্যে কৃষকেরা অপেক্ষাকৃত নিচু জমিতে ধান লাগিয়ে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণে নিচু জমির ধান তলিয়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা।

এদিকে, মঙ্গলবার ভোর রাতের ভারি বর্ষণে উপজেলার আউচপাড়া ইউপির বেলঘরিয়া হাট গ্রামের সোলাইমান ম-ল, আতাউর রহমান, রেজিয়া বিবির কাঁচা গোয়াল ঘরের দেয়াল ধসের খবর পাওয়া গেছে।
এছাড়াও এলাকার কাঁচা রাস্তাঘাটে চলাচল অনেকটা অসাধ্য হয়ে উঠেছে। কিছু কিছু গ্রামে গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।

বাগমারা উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমানের কাছে মোবাইল ফোনে ফসলের ক্ষয়ক্ষতি সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, এখনও প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি নেমে গেলে সমস্যা না হওয়ার কথা, দুই একদিন অতিবাহিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

স/বি