রবিবার , ১৫ জানুয়ারি ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারত সফরে অস্ট্রেলিয়া স্কোয়াডে চার স্পিনার

Paris
জানুয়ারি ১৫, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারতে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য রোববার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন ও’কেফি, ম্যাথু রেন শ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ম্যাথু ওয়েড।

অনেকটা আগেভাগেই দল নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল নির্বাচনে চমক দেখিয়েছে তারা। উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে দলে স্কোয়াডে চার স্পিনারকে নিয়েছে অসিরা। লেগ স্পিনার মিচেল সুয়েপসন প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন। ২৩ বছর বয়সি এ স্পিনারের সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। এছাড়া নাথান লায়ন ও স্টিভেন ও’কেফি তো আছেনই। মিচেল ব্রাদার্সের সঙ্গে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েলও।

চার ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে। ৪ মার্চ দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে। ১৬ মার্চ রাঁচিতে তৃতীয় টেস্ট ও সবশেষ ২৫ মার্চ ধর্মশালায় চতুর্থ ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

সূত্র :রাইজিংবিডি

সর্বশেষ - খেলা