শুক্রবার , ৬ জানুয়ারি ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারত মাতিয়ে দেশে ফিরেছে নারী ফুটবল দল

Paris
জানুয়ারি ৬, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের রানার্স-আপ ট্রফি নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

 

কলকাতা থেকে রাত ৯.১৫টায় ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তারা রাত সাড়ে ১০টার পর তারা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়ার কথা ছিল।

 

কিন্তু বাংলাদেশ দলকে সংবর্ধনা দিতে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক দূরের কথা নির্বাহী কমিটির কোনো সদস্যও সেখানে উপস্থিত ছিলেন না। বিমানবন্দর থেকে রাত সাড়ে ১২টায় ফুটবল ফেডারেশনে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল।

 

উল্লেখ্য, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে অংশ নিতে ২৬ ডিসেম্বর ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২৯ ডিসেম্বর ‘বি’ গ্রুপে তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। আর ৩১ ডিসেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যায়।

 

 

২ জানুয়ারি অনুষ্ঠিত সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে। ৪ জানুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও দ্বিতীয়ার্ধে খেই হারায়। শেষ পর্যন্ত তিন-তিনবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ।

 

উল্লেখ্য, সাফে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করেছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা