ভারত-পাকিস্তান কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করুক, চায় যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জম্মু কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর দপ্তরে হামলায় ১৭ সেনা নিহতের পর পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তান এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও দুই দেশেই যুদ্ধ যুদ্ধ রব স্পষ্ট।

 

বার্তাসংস্থা এপি জানায়, দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনাকর অবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট বিবৃতিতে দুই প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত ও পাকিস্তান সহিংসতা নয় বরং কূটনৈতিক টেবিলে তাদের সমস্যার সমাধান করুক।’

 

আর্নেস্ট বলেন, ‘ভারত ও পাকিস্তান এর আগেও বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করেছে। আমরা আশাবাদী, এবারের সমস্যাও দেশ দুটো আলোচনার মাধ্যমেই সমাধান করবে।’ আলোচনার মধ্য দিয়ে আসা সিদ্ধান্ত ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আর্নেস্ট।

সূত্র: এনটিভি