ভারতে ব্যবসা বাড়াচ্ছে আলিবাবা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে নতুন করে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে আলিবাবা। এবার বিভিন্ন কনটেন্ট প্ল্যাটফর্ম যেমন প্রিন্ট, ভিডিও ও ওয়েবসাইট কিনে নেওয়ার কথা ভাবছে চীনের এই ইকর্মাস জায়ান্ট।

তবে সরাসরি আলিবাবা নয় বরং কনটেন্ট প্ল্যাটফর্মগুলো কিনবে তাদের মালিকানাধীন মোবাইল ইন্টারনেট কোম্পানি ইউসিওয়েব।

পুরো পৃথিবীজুড়ে ইউসিওয়েব ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ৪৩০ মিলিয়ন। এর মধ্যে ১৩০ মিলিয়ন ব্যবহারকারী ভারতীয়। দেশটির বিভিন্ন শহরে তারা ইতোমধ্যেই তারা স্থানীয় ডেটা সেন্টার চালু করেছে। প্রতিষ্ঠানটি মূলত মোবাইল ব্রাউজার, নিউজ কনটেন্ট ও ইন্টারনেট সার্চ সেবা দিয়ে থাকে।

এ বিষয়ে ইউসিবির প্রেসিডেন্ট সুনইয়ান ঝু বলেছেন,মোবাইল ইন্টারনেট কোম্পানি হিসেবে তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা।

এদিকে, ব্যবহারকারী বাড়াতে প্রতিষ্ঠানটি এখন হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালায়লাম ভাষার কনটেন্ট প্ল্যাটফর্ম কিনে নিতে চাচ্ছে।

এর আগে গত ৮ মে বাংলাদেশের ইকমার্স প্ল্যাটফর্ম দারাজকে কিনে নেয় আলিবাবা। এছাড়াও, দেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনেছে চীনের ইকমার্স জায়ান্ট কোম্পানিটি।