গুগলের লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন যেভাবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগল ব্যবহারকারীদের লোকেশনের তথ্য নেয়। এমন কি মুঠোফোনের অবস্থান সেবা বন্ধ করা থাকলেও ব্যবহারকারীর লোকেশন চলে যাচ্ছে গুগলের কাছে। এই খবর নতুন নয়।

লোকেশনভিত্তিক নানা অ্যাপের কল্যাণে লোকেশন বন্ধ থাকলেও খবর ব্যবহারকারী অবস্থানের খবর পৌঁছে যায় গুগলের কাছে। মূলত ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে ব্যবহারকারীর লোকেশন পৌঁছে যায় গুগলের সার্ভারে।

তবে কৌশল জানা থাকলে গুগলের লোকেশন ট্র্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সেটাই তুলে ধরা হল এই টিউটোরিয়ালে।

প্রথমে  অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে ‘google’ অপশনে যেতে হবে।

এরপর ‘Google Account’ থেকে ‘Data & personalisation’ ট্যাবে যেতে হবে।

যেখান থেকে  ‘Web & App Activity off’ অপশনে প্রবেশ করে তা বন্ধ করে দিতে হবে।

এছাড়া লোকেশন হিস্টোরিও অফ করে দিতে হবে। এই কাজটি করতে গুগল অ্যাকাউন্ট অপশন থেকে ‘Data & personalisation’ অপশনে যেতে হবে।

তারপর ‘location hostory’ তে যেতে হবে। সেখান থেকে ‘user location history’ অপশনটি বন্ধ করে দিতে হবে।

এতে গুগল আর লোকেশন ট্র্যাকিং করতে পারবে না। তবে যে সকল অ্যাপ ব্যবহার করতে লোকেশন অনুমতির প্রয়োজন হয় সেগুলো অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে।