ভারতে বছরের শেষ দিকে আসছে করোনার ভ্যাকসিন!

করোনাভাইরাসের টিকা ভারতে চলতি বছরের শেষ দিকে আসতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গাজিয়াবাদে একটি হাসপাতাল উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।

এ সময়ে তিনি বলেন, ‘দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিকাল ট্রায়াল শেষ ধাপে রয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই উৎপাদন শুরু করতে পারবো।’

এদিকে, দিন দিন করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সক্ষমতা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবারও আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।’

উল্লেখ্য, গত ১৫ দিনে ভারতে ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়েছে। গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বের অন্য দেশগুলোকে ছাপিয়ে গেছে ভারত।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন