ভারতে তীব্র ঝড়ে নিহত অন্তত ৬৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজস্থানের পর উত্তরপ্রদেশ৷ প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল৷ সবমিলিয়ে অন্তত ৬৮ জনের প্রাণহানী ঘটেছে।

উত্তরপ্রদেশে ঝড় ও ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন৷ অন্ততপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ সবথেকে বেশি মানুষ ঝড়ের বলি হয়েছে আগ্রাতে৷ শুধুমাত্র আগ্রাতেই ৩৬ জন মারা গিয়েছে৷ এছাড়া বিজনোরে তিন জন, সাহারানপুরে দু’জন এবম রায়বেরিলি, মোরারাবাদ ও রামপুরে একজন করে মারা গিয়েছে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার দুঃখপ্রকাশ করেছেন৷ তিনি মৃত পরিবারদের সমবেদনা জানিয়েছেন৷ সেই সঙ্গে মৃত পরিবারদের চার লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন৷

প্রসঙ্গত, প্রবল ঝড়ে বিধ্বস্ত উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল৷ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানে চলছে ঝড়ের দাপট৷ পাঁচটি জেলা মিলিয়ে মোট ৬৮ জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে৷ এর মধ্যে রাজস্থানেই ২৭ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে৷