ভারতে টানা চারদিন একহাজারের বেশি মৃত্যু

টানা তিনদিন ভারতে ৭৫ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃতের সংখ্যাও পরপর চারদিন ১ হাজারের বেশি হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৭৪২ জন নতুন আক্রান্ত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার ও বৃহস্পতিবার সেই সংখ্যাটা ছিল যথাক্রমে ৭৭ হাজার ২৬৬ এবং ৭৫ হাজার ৭৬০ জন। সে হিসেবে গত তিনদিনেই ভারতে ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১ জনের । এ নিয়ে টানা চারদিন ভারতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দৈনিক মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১ হাজার ৫৯ এবং ১ হাজার ২৩ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত বিশ্বে করোনায় সর্বাধিক মৃতের তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত।

 

সূত্রঃ যুগান্তর