সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতের সরকারি বিজ্ঞাপনে আব্দুল কাদেরের নাতনি লুবাবা

Paris
আগস্ট ২৪, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ

ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে বাংলাদেশের সিমরিন লুবাবা। বিজ্ঞাপনচিত্রটি এখন রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রদীপ বি খাইরার পরিচালনায় লুবাবা ছাড়াও বিজ্ঞাপনটিতে ভারতের বিভিন্ন রাজ্যের আরো কয়েকজন শিশুশিল্পী অংশ নিয়েছে।

লুবাবা বলে, “আমি টিকটকের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফরম করে ফেসবুকে আপলোড করি। ‘তেরি মিট্টি’ নামের একটি হিন্দি গান মাঝখানে বেশ ভাইরাল হয়। সেটি কিভাবে যেন প্রদীপ আংকেলের চোখে পড়েছিল। তিনি ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে আমার আরো কিছু কাজ চান। সেগুলো পাঠালে তিনি একটি তামিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনচিত্রটি করি।”

লুবাবা ইংরেজি মাধ্যমের ছাত্রী। অভিনেতা আবদুল কাদের তার দাদা। এর আগে বসুন্ধরা এলপি গ্যাস, ভিম লিকুইড, লাইফবয়সহ একাধিক বাংলাদেশি পণ্যের মডেল হয়েছে লুবাবা। পরিচালক রামগোপাল ভার্মার প্রযোজনা প্রতিষ্ঠানের হেড অব প্রডাকশনের দায়িত্বে আছেন প্রদীপ। পাশাপাশি  দক্ষিণ ভারতে ছবি প্রযোজনা ও পরিচালনা করেন।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন