ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় পাকিস্তান

জনমিতি বদলে দেয়ার চেষ্টাসহ অধিকৃত কাশ্মীরে ব্যাপক মানবাধিকার লংঘন এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতের ধারাবাহিক যুদ্ধবিরতি লংঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান।

একইসঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করারও অনুরোধ করেছে ইসলামাবাদ।

ডন জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক দূতের আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের মধ্যে অনুষ্ঠিত অনলাইনে বৈঠকে এসব কথা উঠে আসে।

এতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধে এবং জম্মু-কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার সুবিধার্থে পদক্ষেপ নেয়া অপরিহার্য হয়ে পড়েছে। অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে ভারতের ধারাবাহিক সেনা অভিযান এবং পাকিস্তানের প্রতি তাদের আগ্রাসী মনোভাব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে লাভজনক ও দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব নিশ্চিতে পাকিস্তানের আকাঙ্ক্ষার কথাও পররাষ্ট্র সচিব ব্যক্ত করেছেন বলে জানানো হয়েছে।

এছাড়া দুই পক্ষ আফগান শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন বলে ডন জানিয়েছে।