ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দলে দুঃসংবাদ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা করবে পাকিস্তান। সেই ম্যাচের জন্য অপেক্ষা আর গুনে গুনে পুরো দুদিনও নেই।

এমন সময়েই পাকিস্তান শিবিরে এলো বড় দুঃসংবাদ।

ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে অনুশীলনে নেমে মাথায় চোট পেয়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য টপঅর্ডার ব্যাটার শান মাসুম। হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

মেলবোর্নে শুক্রবার নেটে অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে। নেটের এক পাশে শিষ্যদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন কোচ মোহাম্মদ ইউসুফ। বাকিরা বিক্ষিপ্তভাবে অনুশীলনে ব্যস্ত ছিলেন। এ সময় সতীর্থ মোহাম্মদ নওয়াজের জোরালো শট মাথায় এসে লাগে শান মাসুদের। মাথায় হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি।

এ দৃশ্য দেখে দৌড়ে আসেন মোহাম্মদ ইউসুফ, বাবর আজম, আফ্রিদিরা। ফিজিও দৌড়ে এসে মাসুদের চোট পর্যবেক্ষণ করেন।

এর পর ঝুঁকি এড়াতে তড়িঘড়ি মাসুদকে হাসপাতালে পাঠানো হয়। চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মাসুদের চোটের বিষয়ে জানাবেন চিকিৎসকরা।

আপাতত শান মাসুদের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির তরফেও কোনো আপডেট দেওয়া হয়নি এ বিষয়ে।

মাসুদ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুটি অর্ধশত রানসহ সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে ২২০ রান সংগ্রহ করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তিনি ৩৯ রানের আত্মবিশ্বাসী ইনিংস খেলেন। তার আগে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মাসুদ।

আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচের আগে মাসুদের চোট নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হতে পারে পাক শিবিরে।

 

 

সূত্রঃ যুগান্তর