জয় শাহের মন্তব্যে যা বললেন ক্ষুব্ধ ওয়াসিম আকরাম

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। যদি না যায়, তা হলে পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

এমন গুঞ্জনের মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়ার কথা বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।

জয় শাহের মন্তব্যের পর থেকে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের সাবেক তারকাদের অনেকেই।

তাদের মধ্যে অন্যতম দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

ওয়াসিমের মতে, এভাবে নিজের সিদ্ধান্ত জানাতে পারেন না জয় শাহ।

এ কিংবদন্তি পেসার বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড খুব বড় কথা বলে দিল। ভারত কখনো বলে দিতে পারে না পাকিস্তান কীভাবে ক্রিকেট খেলবে। ১০-১৫ বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি একজন সাবেক ক্রিকেটার। রাজনীতিতে কী হচ্ছে আমি জানি না। কিন্তু যোগাযোগ থাকাটা প্রয়োজন।’

এর পর জয় শাহকে উদ্দেশ্য করে আকরাম বলেন, ‘আপনার যদি কিছু বলারই ছিল জয় শাহ, তা হলে আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতেন। এশিয়ান কাউন্সিলের বৈঠক ডাকতে পারতেন। আপনি নিজের ভাবনার কথা জানাতেন। তা নিয়ে আলোচনা হতো। আপনি এভাবে হঠাৎ দাঁড়িয়ে বলতে পারেন না যে, পাকিস্তানে খেলতে যাব না। মনে রাখতে হবে— কাউন্সিল দায়িত্ব দিয়েছে পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজন করার।’

 

 

সূত্রঃ যুগান্তর