ভারতের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলেছেন ইমরান

সব দলই চায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে। তবে আজ নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি পাকিস্তান। কোনো ফরম্যাটের বিশ্বকাপেই পাকিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি। এবার সেই ইতিহাস বদলাতে চান বাবর আজমরা। পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা ইমরান খান এই ম্যাচ নিয়ে তার উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান দেশের প্রধানমন্ত্রীর পরামর্শের কথা। বাবর বলেন, ‘বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তিনি ১৯৯২ বিশ্বকাপ জয়ের তার অভিজ্ঞতার কথা বলেন। সেই সঙ্গে বলেন, ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে।’

ভারতের বিপক্ষে অতীত রেকর্ড নিয়ে ভাবছেন না বাবর। তিনি আরো জানান, ‘সত্যি বলতে, অতীতে যা ঘটেছে সেসব আমরা পেছনে ফেলে এসেছি। ম্যাচের দিন আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চাই, যেন আমরা ভালো ফলাফল পেতে পারি। আর রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য।’

 

সূত্রঃ কালের কণ্ঠ