ভারতের কর্নাটকে আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ভরা আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে! এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বিচারক থেকে শুরু করে আদালতে উপস্থিত অন্যান্যরা। গতকাল শনিবার এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের হাসানের একটি পরিবার আদালতে।

কর্নাটক পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দুই পক্ষের আইনজীবীর প্রশ্নোত্তর শোনার পর মামলার পরবর্তী দিন জানান বিচারক।

ঠিক সেই সময় ঘটে যায় ভয়াবহ কাণ্ডটি।

জানা গেছে, শুনানির পর আদালতের শৌচালয়ে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা আঘাত করেন স্ত্রীর গলায়। তরুণীর আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। রক্তাক্ত অবস্থায় চিত্রাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, চিত্রার উভয় ধমনী কেটে গিয়েছিল।

অন্যদিকে শিবকুমারকে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আটক করে পুলিশ। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, আগে গার্হস্থ্য হিংসার অভিযোগে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।

 

সুত্রঃ কালের কণ্ঠ