বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা’

Paris
ফেব্রুয়ারি ১১, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ

দিলীপ ঘোষ লড়াই না করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, ‘মোদী সরকার গরিবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো-কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিনরাত ওনার একটাই চিন্তা। কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে…। দিলীপ ঘোষ লড়াই না করলে এতক্ষণে ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা।

কোচবিহারে এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গরিব কল্যাণে কেন্দ্রের ১১৫টি প্রকল্প পশ্চিমঙ্গে কার্যকর হতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো। মোদী সরকার গরিবদের জন্য ১১৫টা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্প বাংলায় বন্ধ করে রেখেছেন মমতা দিদি আর তার ভাইপো। কিন্তু মে মাসের পর আপনি আর তা করতে পারবেন না। কারণ আপনি তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না।

অমিত শাহ বলেন, মোদী সরকার গরিবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো-কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিন রাত ওনার একটাই চিন্তা। কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে… দিলীপ ঘোষ লড়াইয়ে না নামলে হয়তো এতক্ষণে ঘোষণাও করে দিতেন যে পরেরবার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু এখন ভয় পেয়ে গেছে।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক