ভাঁজযোগ্য ফোন আনবে নকিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্যামসাং, মটোরোলা ও হুয়াওয়ের পরে ভাঁজযোগ্য স্মার্টফোন উপহার দিতে যাচ্ছে নকিয়া। এরইমধ্যে প্রতিষ্ঠানটি এটি তৈরিতে কাজ শুরু করেছে।

নকিয়ার ভাঁজযোগ্য সেটটি হবে মটোরোলা মোটো রেজরের মতো দেখতে। নোকিয়ামোবের প্রতিবেদন অনুযায়ী, নকিয়ার এই ফোনটি  এ বছরের শেষ বা ২০২১ সালের প্রথম দিকে বাজারে আসতে পারে।

গত মাসের শুরুতে নকিয়ার নির্মাতা এইচএমডি’র চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস চীনা নববর্ষে একটি নতুন নকিয়া “অরিজিনাল” ফোন বাজারে আনার ইঙ্গিত দিয়ে একটি টুইট করেন। এখনও পর্যন্ত সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।