বয়স নিয়ে আফ্রিদিকে খোঁচা গম্ভীরের

মহামারী করোনাভাইরাসজনিত কারণে মাঠের লড়াই বন্ধ থাকলেও পাক-ভারত ক্রিকেটারদের বাগযুদ্ধ চলছেই।

এতদিন কপিল দেব ও শোয়েব আখতারের মধ্যে চলা বাগ্যুদ্ধ নিয়ে মেতেছিলেন ক্রিকেটপ্রেমীরা।

এবার গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদির খবরে ডুবেছেন তারা।

গেল বছর এপ্রিলে প্রকাশিত নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ গম্ভীরের সম্পর্কে আফ্রিদি লিখেছেন– ভারতের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানের বলার মতো কোনো রেকর্ড নেই। আর উল্লেখ করার মতো ব্যক্তিত্ব না থাকলেও গম্ভীর এমন অ্যাটিচিউড দেখান, যেন স্যার ডন ব্র্যাডমান ও জেমস বন্ডের সংমিশ্রণ রয়েছে তার মধ্যে।

এবার হোম কোয়ারেন্টিনে থেকে সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় আফ্রিদিকে একহাত নিলেন গম্ভীর।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানের সাবেক অধিনায়ককে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে তীব্র আক্রমণ করেন গম্ভীর।

টুইটে তিনি লিখেছেন, যার নিজের বয়সই মনে থাকে না, সে কীভাবে আমার রেকর্ড মনে রাখবে! ঠিক আছে শহীদ আফ্রিদি, আমি মনে করিয়ে দিচ্ছি– ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ভারত বনাম পাকিস্তান, গম্ভীর ৫৪ বলে ৭৫ রান, আফ্রিদি ১ বলে শূন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো– আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আর হ্যাঁ, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক ও সুবিধাবাদীদের বিরুদ্ধে আমার অ্যাটিচিউড রয়েছে।

গম্ভীরের এমন টুইটে দুদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ঝড় উঠেছে। চলছে ক্রিকেটভক্তদের মধ্যে লড়াই। কেউ গম্ভীরের পক্ষ নিচ্ছেন তো কেউ আফ্রিদির।

মাঠে খেলা না থাকলেও আফ্রিদি-গম্ভীরের এই লড়াই লকডাউনে অলস সময় পার করা ক্রিকেটপ্রেমীদের আত্মার খোরাক জোগাচ্ছে।

 

 

সুত্রঃ যুগান্তর