বড়াইগ্রামে রুম টু রিড কর্মসূচির অবহিতকরণ সভা

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের উদ্যোগে ৪৮ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমান কার্যক্রমের উপর অবহতিকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপি শহরের সাহারা প্লাজা মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম।

সংস্থার ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিনের সভাপতিত্বে অবহতিকরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন ও রনোতোষ কুমার সেন, উপজেলা শিক্ষা অফিসার মোছা. আকলিমা খানম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নেয়।

‘শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা’ সংস্থার এই মূল লক্ষ নিয়ে সংস্থাটি সম্প্রতি বড়াইগ্রাম উপজেলায় কাজ শুরু করেছে। শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনা সহ পড়ার দক্ষতা ও অভ্যাস গড়ে তোলা উপর গুরুত্ব প্রদান করে রুম টু রিড উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে।
স/শ