বড়াইগ্রামে পাঁচ জুয়ারীর কারাদণ্ড

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুয়া খেলা ও পরিচালনার দায়ে পাঁচ জুয়ারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিবাগত রাত ১১ টার সময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, রাজশাহীর বানেশ্বর এলাকার সাহানুল হক(৫২), সিরাজগঞ্জের রতনকান্দি এলাকার ফটিক (৪০) চারঘাট উপজেলার পুটিগ্রাম এলাকার খলিল (৪৫), বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার মানিক(২৮) ও মোকিমপুর গ্রামের এনামুল হক (৩৮)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বনপাড়া বাইপাস এলাকায় প্রকাশ্যে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জুয়া খেলা অবস্থায় তাদের হাতনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় তারা অপরাধ স্বীকার করলে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

স/আ