বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৬টি খ্রিস্টান ধর্মপল্লীর প্রায় ২০ হাজার জনগোষ্ঠি ব্যাপক আনন্দঘন পরিবেশে বড়দিন পালন করেছেন।

সোমবার সকাল ৭টায় বনপাড়া ধর্মপল্লীর ক্যাথলিক চার্চে প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরুর পরিচালনায় খ্রিস্টযাগের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হয়।

শান্তাক্লজের সাথে শিশুরা আনন্দচিত্তে খ্রিস্টযাগে অংশ নেয়। নারী-পুরুষ সকলে নতুন কাপড় পড়ে সেজে-গুজে চার্চে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেয়। গির্জা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কীর্ত্তণ প্রতিযোগিতা। কীর্ত্তণে নেচে-গেয়ে আনন্দ ভাগাভাগি করে খ্রিস্টভক্তরা।

বনপাড়া ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. হারুণ-অর-রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, থানার অফিসার্স ইনচার্জ মো. শাহরিয়ার খাঁন।

উপজেলার জোনাইল, বর্ণী, রাজাপুর, ভবানীপুর, কুমুল্লু ধর্মপল্লীতে একইভাবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন পালন করে।
স/শ