ব্রাজিলে ভুল করে নবজাতককে করোনা টিকা, দু’জন হাসপাতালে

ব্রাজিলে ভুল করে দুই নবজাতককে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ব্রাজিলের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে,ফোইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা দেওয়া হয়েছে দুই মাস বয়সের এক মেয়ে এবং চার মাস বয়সের ছেলেকে। কাশি থামানোর জন্য, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি এবং টিটেনাস থেকে রক্ষার জন্য তাদের ভুল করে করোনা টিকা দিয়েছেন একজন নার্স।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, টিকা দেওয়ার পর ওই শিশুদের ওপর প্রতিক্রিয়া হচ্ছে। সে কারণে তাদের হাসপাতালে ভর্তি করে রাখা আছে।

অভিযুক্ত নার্সকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

বেশ কিছু দেশে পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ব্রাজিলে অবশ্য ১২ বছরের ঊর্ধ্বের শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন রয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ