ব্রাজিলে করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল, আক্রান্ত ৮০ লক্ষাধিক

ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮০ লাখ ১৫ হাজার নয়শ ২০ জন এবং দুই লাখ এক হাজার পাঁচশ ৪২ জন মারা গেছে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৭১ লাখ ১৪ হাজার চারশ ৭৪ জন। বর্তমানে সে দেশে আক্রান্ত অবস্থায় রয়েছে ছয় লাখ ৯৯ হাজার নয়শ চারজন।

ব্রাজিলে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ। সে দেশে বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার তিনশ ১৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। তালিকার প্রথম ও দ্বিতীয়তে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ভারত।

 

সুত্রঃ কালের কণ্ঠ