ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন বৈধ

এক বছর পর আবারো বোলিং করার অনুমতি পেলেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। বোলিংয়ে কিছু পরিবর্তন আনার পর তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ২০১৯ সালের আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে। এরপর ভারতের চেন্নাইয়ে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তার বোলিংয়ের ত্রুটি পাওয়া গেলে এক বছরের জন্য তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২০১৮ সালের ডিসেম্বরেও একবার নিষিদ্ধ হয়েছিলেন ধনঞ্জয়া। সেবার ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন বায়োম্যাকানিক্যাল পরীক্ষায় পাস করতে না পেরে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। তবে ২০১৯ সালের জানুয়ারিতে বোলিং অ্যাকশন শোধরে ফিরে আসেন তিনি।

 

সুত্রঃ কালের কণ্ঠ