ব্রাইটনকে হারিয়ে ম্যানসিটির আরও কাছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনল লিভারপুল। শনিবার সন্ধ্যায় ব্রাইটনের ঘরের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। লিভারপুলের হয়ে গোল করেছেন লুইস দিয়াস ও মোহাম্মদ সালাহ।

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল লিভারপুল।

সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৩৩ পয়েন্ট নিয়ে তেরোতম অবস্থানে ব্রাইটন।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ৪-৩-৩ ফর্মেশন সাজিয়ে প্রথমার্ধের ১৯ মিনিটে লুইস দিয়াজের গোলের এগিয়ে যায় লিভারপুল। শুরুর ৪৫ মিনিটে তেমন সুবিধা করতে পারেনি ৪-২-৩-১ ফর্মেশনে খেলা স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বলের দখল বেশি রাখলেও সমতায় ফিরতে পারেনি ব্রাইটন। আক্রমণের পরিমাণ বাড়িয়ে ৬১ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। চলতি লিগে এটি তাঁর ২০তম গোল। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাইটন। ৪৮ ভাগ বলের দখল ছিল লিভারপুলের পায়ে। ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৯টি। ব্রাইটনের আট শটের তিনটি ছিল লক্ষ্যে।

 

সূত্রঃ কালের কণ্ঠ