রবিবার , ১ আগস্ট ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বোলার নয়, বল দেখে খেলবেন টাইগাররা

Paris
আগস্ট ১, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১১ দিনের এ সফরে এক সপ্তাহে ৫টি ম্যাচ খেলে দ্রুত দেশে ফিরে যেতে চায় অসিরা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের সব ম্যাচ একই ভেন্যুতে একই সময়ে শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড মানসম্পন্ন বোলার। আমরা তাদের কিছু ফুটেজ দেখেছি। দিনশেষে আমরা বল দেখে খেলব, বোলার নয়। শেষপর্যন্ত তারা তো মানুষই এবং কিছু বাজে বল তারাও করবে।

টাইগারদের দক্ষিণ আফ্রিকান এই কোচ আরও বলেন, আমাদের খেলতে হবে একদম স্বচ্ছ মানসিকতা নিয়ে এবং পরিষ্কার ভাবনা নিয়ে যে বাজে বলের ফায়দা নিতে হবে। আমরা জানি, তারা দুর্দান্ত বোলার কিন্তু দিনশেষে বল দেখে খেলতে হবে, বোলারকে নয়।

সর্বশেষ - খেলা