বোর্ড খেলাতে চাইলে তৈরি মাশরাফি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কণ্ঠটা কি একটু ধরে এলো? যেন ময়লা পড়েছে, অমন ভঙ্গি করে চোখের কোণটাও তো একবার মুছে নেন আলগোছে। মুখে স্বীকার করেন না, তবে মাশরাফি বিন মর্তুজার প্রতিটি শব্দ-বাক্যে ঝরে পড়ে বাঙালির ওই একান্ত নিজস্ব অনুভূতি—অভিমান। পাশাপাশি এও জানিয়ে দেন, সবাই ‘অবসর অবসর’ করলেও জাতীয় দলকে নিজের তরফ থেকে বিদায় বলছেন না এখনই।

‘আমি অভিমান-টভিমান নিয়ে চলি না। অবসর তো সবাই করিয়েই দিয়েছে। তবে মাঠ থেকে অবসর নেব কি না, সে সিদ্ধান্ত এখনো নিইনি। যদি ক্রিকেট বোর্ড তা মনে করে, তাহলে হয়তোবা ভাবব। আর আমাকে মাঠ থেকে বিদায় দেবেন সবাই, ফুলের তোড়া নিয়ে আসবেন, সেটা খুব জরুরি বলে মনে করি না’—কাল বিপিএলের ম্যাচ শেষে বলেছেন মাশরাফি। গত বিশ্বকাপের পর থেকে যাঁর অবসর বড় আলোচনার খোরাক। সে বিষয়ে এত দিনে মুখ খোলেন। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলার আশা থাকলেও বাস্তবতা মনে করিয়ে দেওয়ার সময় আরেক প্রস্ত অভিমান মাশরাফির, ‘বিশ্বকাপে আট ম্যাচে এক উইকেট পাওয়ার পর কিভাবে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাব। অন্য কেউ হলে আরো আগে বাদ পড়ত। তবে বোর্ড যদি আমাকে খেলাতে চায়, তাহলে অবশ্যই আমি আছি।’

অবসর সম্পর্কে মাশরাফি অবস্থান পরিষ্কার করেছেন। এবার বোর্ডের অবস্থান স্পষ্ট করার পালা।